কেপটাউন, ১৪ ফেব্রুয়ারি : নিলামের উচ্ছ্বাস উধাও। হরমনপ্রীত কৌরদের পাখির চোখ ফের টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীতদের সামনে ওয়েস্ট ইন্ডিজ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। সেই ছন্দ বুধবারের ম্যাচেও ধরে রাখতে চান হরমনপ্রীতরা।
আরও পড়ুন-উদ্বোধনী ম্যাচেই মুম্বই বনাম গুজরাট
ভারতীয় শিবিরের জন্য সুখবর। চোট সারিয়ে ফিট স্মৃতি মান্ধানা। মঙ্গলবার নেটে অনেকটা সময় ব্যাটিং করলেন তিনি। বাঁ হাতের আঙুলের চোটে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি স্মৃতি। এদিন অবশ্য নেটে রীতিমতো স্বচ্ছন্দ দেখিয়েছে বাঁহাতি ওপেনারকে। পাকিস্তানকে হারালেও, সেদিন ভারতীয় বোলিং ও ফিল্ডিং মোটেই ভাল হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাইছে না ভারতীয় শিবির। পাশাপাশি প্রথম ম্যাচে জেমাইমা রডরিগেজ ও রিচা ঘোষের দুরন্ত ব্যাটিং দলের বড় প্রাপ্ত। এই ফর্ম ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ধরে রাখবেন রিচারা, তেমনটাই আশা করছে ভারতীয় শিবির। একই সঙ্গে অধিনায়ক হরমনপ্রীত ও স্মৃতির ব্যাট থেকেও বড় রান চাইছে দল।
আরও পড়ুন-গভীরতম নিকাশি কুয়ো তৈরি হচ্ছে খিদিরপুরে
হরমনপ্রীতদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আবার বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ডের কাছে হেরে। বুধবারের ম্যাচটা তাই ক্যারিবিয়ান মেয়েদের কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ। কারণ আরও একটা হার মানেই নকআউটে ওঠার পথটা আরও কঠিন হয়ে যাবে।