উদ্বোধনী ম্যাচেই মুম্বই বনাম গুজরাট

৪ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। সেদিন মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস

Must read

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি : সোমবার ছিল নিলাম। আর মঙ্গলবার মেয়েদের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। ৪ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। সেদিন মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস।
প্রসঙ্গত, ঝুলন গোস্বামী মুম্বইয়ের মেন্টর কাম বোলিং কোচ। অন্যদিকে, গুজরাটের মেন্টরের ভূমিকা পালন করবেন মিতালি রাজ। পাঁচ দলীয় টুর্নামেন্টে মোট ২৩ দিনের টুর্নামেন্টে কুড়িটি লিগ ম্যাচ। ফাইনাল ২৬ মার্চ, মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। মোট চারটি ডাবল হেডার ম্যাচ থাকছে সূচিতে। সেদিন প্রথম ম্যাচগুলো শুরু হবে বিকেল সাড়ে তিনটেয়। দ্বিতীয় ম্যাচগুলো সন্ধ্যে সাড়ে সাতটায়।

আরও পড়ুন-গভীরতম নিকাশি কুয়ো তৈরি হচ্ছে খিদিরপুরে

এদিকে, ২২ গজ থেকে নিলামের টেবিলে! নতুন ভূমিকা দারুণ উপভোগ করলেন ঝুলন ও মিতালি। ঝুলন বলছেন, ‘‘নিলাম চলাকালীন উত্তেজনায় ফুটছিলাম। যখন খেলতাম, তখনও এত চাপ অনুভব করিনি। কিছু ক্রিকেটারকে আমরা আগে থেকেই টার্গেট করেছিলাম। দিনের শেষে দল নিয়ে খুশি। পছন্দের ক্রিকেটারদের নিতে পেরেছি।’’ মিতালি বলছেন, ‘‘আমাদের দলে প্রচুর অলরাউন্ডার রয়েছে। টি-২০ ফরম্যাটে যা জরুরি। এবার দ্রুত প্রস্তুতি শুরু করে দিতে চাই।’’

Latest article