প্রতিবদেন : বাজেটের (West Bengal Budget 2023) শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) লেখা কবিতাপাঠ করলেন অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Budget- Chandrima Bhattacharya)। এদিন বাজেট বরাদ্দের প্রস্তাব পেশ করার পর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Budget- Chandrima Bhattacharya) বলেন, আমাদের মুখ্যমন্ত্রী সব প্রকল্পই গ্রহণ করেন সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা বিবেচনা করে। তাই আজ বক্তব্য শেষ করছি মুখ্যমন্ত্রীর কবিতার পঙক্তি দিয়ে, যেখানে সাধারণ মানুষের প্রতি তাঁর অঙ্গীকার ফুটে উঠেছে। এরপরই তিনি পাঠ করেন—‘মানুষ তো আমার গণদেবতা/ আমার হৃদয়ের সবুজ বন/ যত্নে রাখি সাজিয়ে রাখি/ তারাই তো আমার মাণিক রতন…’ কবিতাপাঠের পর হাততালির ঝড় ওঠে।
আরও পড়ুন-গ্রামীণ উন্নয়নে বিশেষ গুরুত্ব