রিচার ব্যাটে জয়

Must read

কেপটাউন, ১৫ ফেব্রুয়ারি : টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ভারতের (India) মেয়েদের। বুধবার ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগোলেন হরমনপ্রীত কৌররা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১১৮ রান তুলেছিল ক্যারিবিয়ান মেয়েরা। জবাবে ১৮.১ ওভারে ৪ উইকেটে ১১৯ রান করে ম্যাচ জিতে নেয় ভারত।
দারুণ ফর্মে রয়েছেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। প্রথম ম্যাচে জেমাইমা রডরিগেজের জুটি বেঁধে জিতিয়েছিলেন। এদিনও চাপের মুখে ৩২ বলে অপরাজিত ৪৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন রিচা (Richa Ghosh)। হরমনপ্রীতের (৪২ বলে ৩৩) সঙ্গে তাঁর ৭২ রানের জুটিটাই ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল।
এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২ রান করে আউট হয়ে যান হেইলি ম্যাথুজ। তবে দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন স্টেফানি টেলর ও শেমাইন ক্যাম্ববেল। যদিও একই ওভারে টেলর (৪০ বলে ৪২) ও ক্যাম্পবেলকে (৩৬ বলে ৩০) প্যাভিলিয়নে ফেরত পাঠান দীপ্তি শর্মা। তিনি ১৫ রানে ৩ উইকেট নেন।

আরও পড়ুন-আরসিবিতে রিচাদের মেন্টর সানিয়া

Latest article