উপনির্বাচনের ফল নিয়ে আত্মবিশ্বাসী কুণাল ঘোষ, করলেন টুইট

Must read

ভবানীপুরের উপনির্বাচনের দিকে এই মুহূর্তে যে শুধু রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে সেটা একেবারেই নয়, উৎসুক দেশবাসীও। ২০১১-তেও এই কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের সঙ্গে হয়ে গিয়েছে একাধিক রাজনৈতিক কর্মকান্ড। ভবানীপুরের সঙ্গেই আজ নির্বাচন চলছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে।

আরও পড়ুন-“যাঁরা আমাকে ভোট দেননি, তাঁরাও মমতাকে ভোট দেবেন”, আশাবাদী শোভনদেব চট্টোপাধ্যায়

আজ প্রথম থেকেই অভিযোগ আসছে বিজেপি ও অন্যান্য দলের পক্ষ থেকে তবে শাসকদলের তরফে এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই অবস্থায় দেশজুড়ে কপালে চিন্তার ভাঁজ থাকলেও তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব একটুও চিন্তার জায়গা দেখছেনা। এই নিয়ে আরও স্পষ্ট ধারণা হয়ে যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়। এমনকি এই নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে নিজের আত্মবিশ্বাসী মতামত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ‘বেশি কথার কিছু নেই। আজ আবার ৩-০।’ কুণাল ঘোষের এই টুইটের পরেই তৃণমূল কংগ্রেস সমর্থকরা তার বার্তায় সমর্থন জানিয়েছে।

আরও পড়ুন-সাইবার ক্রাইম, আর্থিক দুর্নীতির দৌড়ে এগিয়ে ডাবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ-গুজরাত : রিপোর্ট

প্রসঙ্গত বুধবার তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। গোয়ার ছয় জন নেতা মোট ১০ জন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়েছেন। অতএব বাংলা ছাড়িয়ে এবার দেশের তিন রাজ্য ত্রিপুরা, অসম ও গোয়ায় যে তৃণমূল কংগ্রেস বেশ শক্তিশালী হয়ে উঠছে এবং যথেষ্ট বিস্তারলাভ করল সেই বিষয়ে সন্দেহ নেই।

 

Latest article