“যাঁরা আমাকে ভোট দেননি, তাঁরাও মমতাকে ভোট দেবেন”, আশাবাদী শোভনদেব চট্টোপাধ্যায়

Must read

“একুশের নির্বাচনে যাঁরা আমাকে ভোট দেননি, তাঁরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন।” আজ, বৃহস্পতিবার ভবানীপুর উপনির্বাচনের ভোট দিতে এসে জানালেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডে মন্মতনাথ নন্দন হাইস্কুলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এই কথা জানালেন শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমি ৮টির মধ্যে ৬টি ওয়ার্ড থেকে লিড নিয়েছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ওয়ার্ড থেকেই লিড নেবেন। এবং এমন ব্যবধানে জিতবেন দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ভোটের দিকে গোটা ভারতের নজর।”‘

আরও পড়ুন-সাইবার ক্রাইম, আর্থিক দুর্নীতির দৌড়ে এগিয়ে ডাবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ-গুজরাত : রিপোর্ট

বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এর মধ্যেই অভিযোগ করছেন, বিভিন্ন বুথে তাঁদের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। সেই দাবি কার্যত উড়িয়ে দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “বিজেপির এখানে কোনও সংগঠন নেই। ওদের কোনও লোক নেই। প্রচারেও বাইরে থেকে লোক এনেছিলো। ফলে হারের অজুহাতে খাড়া করতে এখন থেকেই অভিযোগ করছে।”

Latest article