সংবাদদাতা, রায়গঞ্জ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যজুড়ে এসেছে উন্নয়নের জোয়ার। বৃহস্পতিবার রায়গঞ্জ বন্দর শ্মশানে বৈদ্যুতিক চুল্লির দ্বিতীয় ইউনিটের উদ্বোধন হল। বৈদ্যুতিক চুল্লির এই দ্বিতীয় ইউনিট তৈরি করতে খরচ হয়েছে ৬৮ লক্ষ ৮২ হাজার টাকা। রায়গঞ্জ পুরসভার বন্দর শ্মশানে একজন দাহকর্মীর হাত দিয়েই এই বৈদ্যুতিক চুল্লির দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করা হল।
আরও পড়ুন-জয়ন্তী মহাকালের পুজোয় বাড়তি বাস
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসকমণ্ডলীর সদস্য সাধন বর্মন, রায়গঞ্জ পুরসভার কো-অর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা, অর্ণব মণ্ডল, বরুণ বন্দ্যোপাধ্যায় সহ রায়গঞ্জ পুরসভার অন্য কর্মীরা। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, ২০১৯ সালের ৬ মার্চ বন্দর শ্মশানে প্রথম বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করা হয়েছিল। কোভিড পরিস্থিতিতে এই বৈদ্যুতিক চুল্লির খুব ভাল পরিষেবা পেয়েছেন রায়গঞ্জের সাধারণ মানুষ। রাজ্য নগরোন্নয়ন দফতরের উদ্যোগে এই শ্মশানের সূচনা হয়।

