প্রতিবেদন : আমি কন্যাশ্রী মাসুমা খাতুন। দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আমি কোচবিহার জেলার দিনহাটা মহকুমার কিশামত মোকরারি গ্রামের বাসিন্দা। বাবা, মা ও তিন বোন নিয়ে আমাদের পরিবার। বাবা একজন সাধারণ কৃষক। বাবার উপার্জন কম হওয়ায় আর্থিক অনটনে আমাদের অতি কষ্টে দিনযাপন করতে হয়। তার ওপর আছে আমাদের পড়াশোনার খরচ। আমি এখন দিনহাটা কলেজে প্রথম বর্ষের ছাত্রী। এই অবস্থায় আমার লেখাপড়া প্রায় বন্ধ হতে বসেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের দৌলতে তা হয়নি। কন্যাশ্রীর ২৫ হাজার টাকা আমাদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। শুধু আমি নয়, আমার মতো অনেকেই এই প্রকল্পের ফলে পড়াশোনা চালিয়ে যেতে পারছে।