সংবাদদাতা, দুর্গাপুর : দিনকয়েক আগে সীতাভোগ-মিহিদানার শহর বর্ধমানে ঘুরে যান ক্যারিবিয়ান স্টর্ম ক্রিস গেইল। এবার দুর্গাপুরের ক্রীড়া জগৎকে উৎসাহ দিতে ঝটিকা সফরে এসে শহরবাসীর মন জয় করে গেলেন সিংহলি সিংহ সনৎ জয়সূর্য। দুর্গাপুরের কয়েকটি ক্লাবের ক্রীড়ামোদী মানুষ কয়েকদিন আগেই আয়োজন করেন একটি ক্রিকেট প্রতিযোগিতার।
আরও পড়ুন-জিএসটির বাড়াবাড়ি কেন্দ্রকে চিঠি অমিতের
বৃহস্পতিবার ছিল সেই প্রতিযোগিতার ফাইনাল। সিটি সেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে আয়োজিত এই খেলা ঘিরে শহরবাসীর উদ্দীপনা ছিল তুঙ্গে। ১৯৯৬ বিশ্বকাপে নিজের দেশকে বিজয়ীর মুকুট এনে দেওয়া শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার সনৎ জয়সূর্যকে দেখতে দর্শক ও আয়োজকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কার্যত মানুষের ভিড়ে মিশে যান তিনি। এরপর ব্যাট হাতে কয়েকটি বল খেলে শৈল্পিক ছোঁয়া দেখান। ক্রিকেটপ্রেমীদের উৎসাহ দেখে অভিভূত জয়সূর্য জানান একসময় প্রবল আর্থিক মন্দার মধ্যে পড়েও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা কীভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, জাতীয় ক্রিকেটাররা কীভাবে লড়াই করছেন। উৎসাহ দিয়ে যান শহরের তরুণ খেলোয়ারদের।