জিএসটির বাড়াবাড়ি কেন্দ্রকে চিঠি অমিতের

চারশোর বেশি পণ্যের জিএসটি হার বদল করা হয়েছে। জিএসটি কাউন্সিলের প্রতি বৈঠকে নতুন নতুন আইন কানুনের স্তর যুক্ত হচ্ছে।

Must read

প্রতিবেদন : জিএসটি (GST) আইনে (rule) নিত্যনতুন নিয়ম-কানুন বিধি ও নথিপত্রের বাড়াবাড়িতে ছোট ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন। তিনি লিখেছেন, এ পর্যন্ত জিএসটি আইনের ৬৫টি ধারা এবং ১২৯টি বিধি পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন-সম্প্রীতির নজির বাঘনাপাড়ায়

চারশোর বেশি পণ্যের জিএসটি হার বদল করা হয়েছে। জিএসটি কাউন্সিলের প্রতি বৈঠকে নতুন নতুন আইন কানুনের স্তর যুক্ত হচ্ছে। এই অহেতুক কড়াকড়ি সমস্যায় ফেলছে ব্যবসায়ীদের। এই সমস্যার সমাধানে তিনি জিএসটি কাউন্সিলের একটি বিশেষ বৈঠক ডাকার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। যেখানে মূলত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জিএসটির ওপর আলোকপাত করা হবে।

Latest article