প্রতিবেদন : ছেলের খুনের ন্যায়বিচার চাইতে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের সভা মঞ্চে উপস্থিত নিহত যুবকের বাবা। রবিবার সভা মঞ্চ থেকে বিএসএফ-এর (BSF) গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের (Prem Kumar Barman) বাবা শিবেন বর্মন বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আমাদের পাশে আছেন, আমরা ন্যায় বিচার পাবই।’’ রবিবার কোচবিহারে তৃণমূল কংগ্রেসের ডাকে অবস্থান-বিক্ষোভের মঞ্চে বসে এভাবেই তৃণমূল কংগ্রেসের প্রতি তাঁর আস্থা প্রকাশ করলেন শিবেন বর্মন। এদিন পূর্ব ঘোষণা মতো কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই মঞ্চেই উপস্থিত ছিলেন নিহত রাজবংশী যুবক প্রেমকুমারের (Prem Kumar Barman) বাবা শিবেন বর্মন ও দাদা সুকুমার বর্মণ। গত ২৪ ডিসেম্বর দিনহাটা মহকুমার গীতালদহের ভারবান্দা গ্রামে গরুপাচারকারী সন্দেহে স্থানীয় রাজবংশী যুবক ২৩ বছরের প্রেমকুমার বর্মনকে গুলি করে খুন করে বিএসএফ। ময়নাতদন্তে প্রেমকুমারের শরীর থেকে মোট ১৮০টি গুলি পাওয়া গিয়েছে বলেও অভিযোগ। এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে ভেটাগুড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির কিছুটা দূরে রবিবার অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল জেলা তৃণমূল কংগ্রেস। সেই অবস্থান মঞ্চে বসে শিবেন বর্মন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন আমরা ন্যায় বিচার পাবই। তাই আমরা এই অবস্থান-বিক্ষোভে এসেছি।
আরও পড়ুন:দিনহাটায় বিএসএফের গুলিতে প্রেমকুমার বর্মনের মৃত্যু নিয়ে সরব তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব