সিঙ্গুরেও বিরাট জয় তৃণমূলের

Must read

প্রতিবেদন : রাজ্যে যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে নিরঙ্কুশভাবে জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস (Singur- TMC)। রাম-বাম জোট করেও ঠেকাতে পারছে না। তারই সাম্প্রতিক প্রমাণ মিলল সিঙ্গুরের ছিনামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে। ৫৭-র মধ্যে ৫৩টি আসনেই জয়লাভ করলেন তৃণমূল মনোনীত প্রার্থীরা। ২০০৩ থেকে এখানে ক্ষমতায় ছিল সিপিএম। অভিযোগ, প্রকৃত কৃষকদের সদস্যপদ না দিয়ে বামপন্থীরা পেটোয়া লোকেদের সদস্য করেছিল। রবিবার সকাল থেকে নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল। বিপুল জয়ের পর সিঙ্গুরের (Singur- TMC) বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না (Minister Becharam Manna) জানিয়েছেন, সিপিএম ছিনা মোড় সমবায় কৃষি সমিতিকে রাজনীতির আখড়া বানিয়েছিল। মানুষ উপযুক্ত জবাব দিয়েছে। তৃণমূল নেতা নির্মল মাজি (Nirmal Maji) জানান, এই সমবায় নির্বাচন আমাদের কাছে মর্যাদার লড়াই ছিল। মানুষ বামেদের সরিয়ে আমাদের এনেছেন। আমরা কৃতজ্ঞ। এই সমবায়কে আরও বড় করে তোলা হবে।

আরও পড়ুন:‘একটা বুথেও তৃণমূল হারলে, সেটা হবে মীরজাফরের বুথ’ অধীরকে নিশানা অভিষেকের

 

Latest article