‘একটা বুথেও তৃণমূল হারলে, সেটা হবে মীরজাফরের বুথ’ অধীরকে নিশানা অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) সময়ের অনেক পরেই সাগরদিঘি (Sagardighi) পৌঁছে জনসভা করলেন

Must read

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) সময়ের অনেক পরেই সাগরদিঘি (Sagardighi) পৌঁছে জনসভা করলেন। কলকাতা থেকে রওনা দেওয়ার সময়ই হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তাই দেরি হয় পৌঁছতে। কিন্তু সভা বাতিল করতে রাজি হননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমি জীবন হাতে নিয়ে আপনাদের কাছে এসেছি।’

আরও পড়ুন-দিনহাটায় বিএসএফের গুলিতে প্রেমকুমার বর্মনের মৃত্যু নিয়ে সরব তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব

এদিন অভিষেক বলেন, ‘আমার যদি সাগরদিঘি যেতে গিয়েও প্রাণও যায়; যাবে। কিন্তু বিজেপি-কংগ্রেস-সিপিএমের নির্লজ্জ চক্রব্যূহের পর্দা ফাঁস আমি করবই।’ এই কথা ভেবেই কলকাতা থেকে তিনি রওনা দেন। এতে নির্দিষ্ট সময়ের থেকে এক ঘণ্টা, ৪০ মিনিট পৌঁছতে দেরি হলেও কথা রেখেছেন অভিষেক। মঞ্চ থেকে বাম-কংগ্রেস-বিজেপির গোপন বোঝাপড়ার পর্দা ফাঁস করেছেন তিনি।

আরও পড়ুন-‘ত্রিপুরায় বা মেঘালয়ে যে কোনও একটায় আমরা সরকার গড়ব’ বার্তা অভিষেকের

একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বুঝিয়ে দিয়েছেন কেন সাগরদিঘির নির্বাচন উপনির্বাচন এত গুরুত্বপূর্ণ। অভিষেক বলেন, ‘২০২১-এর ভোটের থেকে বেশি গুরুত্বপূর্ণ সাগরদিঘির উপনির্বাচন। সিপিএম-কংগ্রেস-বিজেপির অশুভ আঁতাঁতকে জবাব দেওয়ার সময় এসেছে। মীরজাফরদের হারাতে হবে। একটা বুথেও তৃণমূল হারলে, সেটা হবে মীরজাফরের বুথ।’

Latest article