প্রতিবেদন : কলকাতা লিগে হকি ডার্বি (Hockey Derby) ঘিরে রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল মহামেডান মাঠ। ২২ বছর পর কলকাতা হকি লিগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। দীর্ঘদিন পর এবার হকি দল গড়েছে মোহনবাগান। কিন্তু ময়দানে হকি ডার্বির প্রত্যাবর্তনে ঝামেলা এড়ানো গেল না। ম্যাচে মোহনবাগান শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার পর ঝামেলা শুরু। মাঠের মোহনবাগান স্ট্যান্ড থেকে ইস্টবেঙ্গল কর্তাদের উদ্দেশে কটূক্তি করা হয়। এমনকী ঢিলও ছোঁড়া হয়। প্রতিবাদ করেন ইস্টবেঙ্গল কর্তারা। এর পরই দু’দলের সমর্থকরা ঝামেলায় জড়িয়ে পড়েন। গ্যালারি থেকে ঢিল উড়ে আসে। আহত হন কয়েকজন সাংবাদিক।
আরও পড়ুন: ২০০ কোটির বৃত্তি কেলেঙ্কারিতে বেশরম যোগী
দু’দলের সমর্থকদের মারামারি শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মাঠে নামে ঘোড়সওয়ার পুলিশ। দর্শকদের বের করে দিয়ে মাঠ খালি করে দেওয়া হয়। এরপর ফের ম্যাচ শুরু হয়। কিন্তু বিরতির মিনিট দুয়েক আগে মন্দ আলোর জন্য ম্যাচ বন্ধের দাবি জানায় ইস্টবেঙ্গল। তাদের দাবি মেনে নেন আম্পায়াররা। হকি বেঙ্গলের নিয়মানুযায়ী, যেখানে ম্যাচ বন্ধ হয়েছিল সেখান থেকেই আবার খেলতে হবে দু’দলকে। কলকাতা পুলিশের তরফে মহামেডান গ্যালারিকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি। তা সত্ত্বেও কীভাবে ডার্বি (Hockey Derby) আয়োজন করল হকি বেঙ্গল, তা নিয়েই উঠছে প্রশ্ন। দুই প্রধানের কর্তারা সমর্থকদের অভব্য আচরণের নিন্দা করেছেন।