প্রতিবেদন : ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে (Russia) সাহায্য করলে পরিণতি ভাল হবে না বলে চিনকে সতর্ক করে দিল আমেরিকা (U.S. Warns China)। শনিবার জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত সম্মেলন চলাকালীন চিনের প্রাক্তন বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)। ওই বৈঠকেই বেজিংকে সতর্ক করে দিয়ে ব্লিঙ্কেন বলেন, রাশিয়াকে অস্ত্র সাহায্য করলে তার পরিণতি ভাল হবে না। অস্ত্র সাহায্য চালিয়ে গেলে চিন ও আমেরিকার সম্পর্ক তলানিতে নেমে আসবে। সম্প্রতি আমেরিকার (U.S. Warns China) আকাশে নজরদারি চালানো চিনের গুপ্তচর বেলুনকে গুলি করে নামানো নিয়ে হোয়াইট হাউস যে অনুতপ্ত নয় সেটাও চিনা প্রেসিডেন্টের বিশেষ দূত ওয়াংকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ব্লিঙ্কেন।
আরও পড়ুন: ভূকম্পন অরুণাচলে