প্রতিবেদন : দলের নাম ও প্রতীক হারানোর দু’দিন পর ফের একবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, নির্বাচন কমিশন ভেঙে দেওয়া উচিত। জনগণের ভোটেই নির্বাচন কমিশনারদের বেছে নেওয়া উচিত। এখনও পর্যন্ত এরকম উদাহরণ নেই, যেখানে কোনও একটি দলের ভেঙে যাওয়া অংশকে সংশ্লিষ্ট দলের নাম ও প্রতীক দেওয়া হয়েছে। তাড়াহুড়ো করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?
আরও পড়ুন-ঝাড়গ্রামে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ-মিছিল, পথসভা
উল্লেখ্য, শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছেলে হলেন উদ্ধব। বাবার প্রতিষ্ঠা করা দলের নাম ও প্রতীক হাতছাড়া হয়েছে তাঁর। এরপরে তিনি নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন, তাঁর কাছ থেকে সবকিছুই চুরি করে নেওয়া হয়েছে। দলের একটি ভেঙে যাওয়া অংশ তাঁর কাছ থেকে দলীয় প্রতীক-সহ সবকিছু কেড়ে নিয়েছে। তবে ভাগ্য ভাল যে, তারা আমাদের ঠাকরে পদবিটা কেড়ে নিতে পারেনি। আমি ভাগ্যবান যে, আমি বালাসাহেব ঠাকরের পরিবারের জন্মগ্রহণ করেছি। তবে দিল্লির সাহায্য ছাড়া তারা কখনওই এটা করতে পারত না। বিজেপি বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে। তবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শারদ পাওয়ার, নীতীশ কুমার এবং অন্যান্য নেতা-নেত্রীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। উদ্ধব আরও বলেছেন, বিজেপি আমার সঙ্গে যেটা করেছে আগামী দিনে সেটা অন্য কারও সঙ্গেও করতে পারে। ২০২৪-এর পরেও যদি এটা চলতে থাকে তবে গণতন্ত্র ও নির্বাচন বলে আর কিছু থাকবে না। একই সঙ্গে উদ্ধব বলেন, নির্বাচনী প্রতীক ও দলের নাম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিয়ে কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারত।
আরও পড়ুন-দেশের মাঠে বিশ্বকাপের দায়িত্বে ঘাউড়ি
নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছে উদ্ধব ঠাকরে শিবির। শীর্ষ আদালতে তারা জানিয়েছে, কমিশন তাদের যুক্তিগুলিকে বিবেচনার মধ্যেই আনেনি। নির্বাচন কমিশন সম্পূর্ণ ভুল মানদণ্ডের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে। এই আবেদনের জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছে উদ্ধব শিবির। অন্যদিকে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ক্যাভিয়েট দাখিল করেছে শিন্ডে গোষ্ঠী। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেন মহারাষ্ট্র সরকারের কথা না শুনে কোনও নির্দেশিকা জারি না করে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব ও শিবসেনার দখল হারানোর পর রাজনৈতিকভাবে উদ্ধবকে আরও কোণঠাসা করতে উঠেপড়ে লেগেছে শিন্ডে শিবির। রাজ্যের ক্ষমতা হারালেও দেশের বৃহত্তম মুম্বই পুরসভার দখল রয়েছে উদ্ধব শিবিরের হাতে। এবার ওই পুরসভা দখলে মরিয়া হয়ে উঠেছে শিন্ডে গোষ্ঠী।
আরও পড়ুন-দুবাইয়ে শেষ টুর্নামেন্টে সানিয়ার জুটি ম্যাডিসন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে উদ্ধব জনপ্রিয় হিন্দি ছবির ডায়লগ আওড়লেন, মোগাম্বো খুশ হুয়া। জনপ্রিয় হিন্দি ছবি মিস্টার ইন্ডিয়ার ভিলেন চরিত্র মোগাম্বর একমাত্র নেশা ছিল তাঁর সাম্রাজ্য বিস্তার করা। ঠাকরে বললেন, অমিত শাহ মহারাষ্ট্রের মানুষের শত্রু। বিজেপি মহারাষ্ট্রকেও গ্রাস করতে চাইছে।