ঝাড়গ্রামে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ-মিছিল, পথসভা

মিছিল থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তৃণমূল কর্মী-সমর্থকেরা স্লোগান দেন

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বাংলাকে বঞ্চনার প্রতিবাদে তৃণমূল দীর্ঘ মিছিল ও পথসভা করল। সোমবার বিকেলে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল আন্ধারী অঞ্চলে। মিছিল থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তৃণমূল কর্মী-সমর্থকেরা স্লোগান দেন। ছেলিয়াসিঙ্গা থেকে গড়ধরা— চার কিলোমিটার মিছিল করে তৃণমূল।

আরও পড়ুন-দেশের মাঠে বিশ্বকাপের দায়িত্বে ঘাউড়ি

প্রতিবাদ মিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ওই মিছিলে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লকের সভাপতি কমলকান্ত রাউত, ব্লক সহসভাপতি অনুপ মাহাতো, জেলা তৃণমূল কমিটির সদস্য ভাগবৎ মান্না প্রমুখ। কমলাকান্ত বলেন, কেন্দ্রের মোদি সরকার পেট্রোল, ডিজেল-সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে। তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ-মিছিল ও পথসভা। তাঁর অভিযোগ, বিজেপি সরকার গরিব মেহনতি মানুষের একশো দিনের কাজের প্রাপ্য টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা আটকে রেখেছে। আমাদের এই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে এই প্রতিবাদ জানাতে হবে।

Latest article