ঋতু পরিবর্তনের জেরে ঘরে ঘরে সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর। এর ফলেই বেশ কয়েকদিন ধরে গলার সমস্যায় ভুগছেন রাজ্যপাল (governor) সি ভি আনন্দ বোস। গলা খুসখুস। খানিকক্ষণ কথা বলতে গেলেই গলায় সমস্যা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ এই সমস্যা নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ যান রাজ্যের সাংবিধানিক প্রধান। বিভাগীয় প্রধান অরুণাভ সেনগুপ্ত এবং তাঁর চিকিৎসক দল রাজ্যপালের পরীক্ষা করেন।
আরও পড়ুন-দুর্ঘটনা থেকে পথচারী-রক্ষার্থে কী করলেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি?
তবে এই প্রথম সরকারি হাসপাতালে নয়, এর আগেও দাঁতের সমস্যায় আর আহমেদ ডেন্টাল মেডিক্যাল কলেজকেই বেছে নিয়েছিলেন। এদিন, রাজ্যপালকে পরীক্ষার পরে ডা. অরুণাভ সেনগুপ্ত বলেন, “গলায় কিছু অসুবিধার জন্য তিনি এসেছিলেন। বেশিক্ষণ কথা বলতে অসুবিধা হচ্ছে। আমরা ওঁর একটা ভয়েস অ্যানালিসিস টেস্ট করেছি। আগামী দিনে চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়া হবে। আমাদের হাসপাতালে সমস্ত মেডিক্যাল পরিষেবাই যথেষ্ট উন্নতমানের। চিকিৎসায় কোনও সমস্যা হবে না রাজ্যপালের।”
আরও পড়ুন-বাংলাকে বনধের রাজনীতি থেকে মুক্ত করেছি: মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যের সাংবিধানিক প্রধান যখন সরকারি হাসপাতালে আস্থা রাখেন, তখন রাজ্যবাসীর সরকারি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর ভারসা বাড়ে বলে মত সকলের।