নয়াদিল্লি : পরিকল্পিতভাবে দেরি করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কারণে বিশ্বভারতীর সমাবর্তনে থাকতে পারবেন না তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদের প্রতিনিধি এবং বিশ্বভারতীর সংসদ কোর্টের টানা তিন বছরের সদস্য হওয়ার পরও তৃণমূল সাংসদের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের এইরকম দায়সারা আচরণ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কর্তৃপক্ষের আচরণে ক্ষুব্ধ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-দিলীপকে কালো পতাকা, গো-ব্যাক
ইতিমধ্যেই চিঠি দিয়ে বিশ্বভারতীর রেজিস্টারকে জানিয়ে দিয়েছেন, তিনি উপস্থিত থাকতে পারবেন না। চিঠিতে তাঁর অভিযোগ, ২০ ফেব্রুয়ারি রাতে ই-মেইল মারফত আমন্ত্রণপত্র পাওয়ায় তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি রদবদল করা সম্ভব নয়। মাত্র ৭২ ঘণ্টা আগে কেন সমাবর্তনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ, তা নিয়ে ক্ষোভ গোপন করেননি সুদীপ। তাঁর প্রতিক্রিয়া, শুধু যে দেরিতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তাই নয়, অনুষ্ঠান নিয়ে নির্দিষ্ট করে কিছুই উল্লেখ নেই। আমি গত তিনবছর ধরে বিশ্বভারতীতে সংসদের সদস্য।
আরও পড়ুন-রাতভর ধুন্ধুমার, দিল্লি পুরসভায় নতুন মেয়র শেলিকে হেনস্থা করল বিজেপি
কিন্তু কর্তৃপক্ষের আচরণে আমি হতাশ। আজ পর্যন্ত কোনও বৈঠকে ডাকার সৌজন্য দেখায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। আমি কিছুদিন আগেই এই বিষয়ে লোকসভার স্পিকারকে অভিযোগও জানিয়েছিলাম। তারপরেই সম্ভবত দায়সারাভাবে রেজিস্টারের সই করা ইমেইল পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র হিসেবে। শুক্রবারের অনুষ্ঠানে বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।