রাতভর ধুন্ধুমার, দিল্লি পুরসভায় নতুন মেয়র শেলিকে হেনস্থা করল বিজেপি

মেয়র নির্বাচন মিটলেও স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্যের নির্বাচন ঘিরে বুধবার মধ্যরাতেও ধুন্ধুমার পরিস্থিতি চলে দিল্লি পুরসভায়।

Must read

নয়াদিল্লি : ডিসেম্বরে পুরভোট মিটে যাওয়ার পর দিল্লির মেয়র নির্বাচন (election) করতে হিমশিম খেয়েছে পুরসভা। কয়েকবার ভণ্ডুল হওয়ার পর আদালতের নির্দেশে বুধবার বিজেপির প্রার্থীকে হারিয়ে আপের মেয়র হন শেলি ওবেরয়। মেয়র নির্বাচন মিটলেও স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্যের নির্বাচন ঘিরে বুধবার মধ্যরাতেও ধুন্ধুমার পরিস্থিতি চলে দিল্লি পুরসভায়।

আরও পড়ুন-পাহাড়ে নির্বিঘ্নে মাধ্যমিক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে বোঝা দায় এটি পুরসভা নাকি কুস্তির আখড়া। আম আদমি পার্টি ও বিজেপি কাউন্সিলররা একে অপরের দিকে ব্যালটবক্স ছুঁড়ে মারেন, জলের বোতল, চেয়ার কিছুই বাদ ছিল না। দুই দলের কাউন্সিলরদের মধ্যে মাইক নিয়ে কাড়াকাড়ি, হাতাহাতি চলে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। এই নজিরবিহীন কাণ্ডের জেরে শুক্রবার পর্যন্ত দিল্লি পুরসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হল।

আরও পড়ুন-২১ বছর পর ধর্ষণ মামলায় জেলে গেলেন বিজেপির প্রাক্তন বিধায়ক

এই নিয়ে নবমবার এমসিডিতে অধিবেশন মুলতুবি করে দেওয়া হল। নব নির্বাচিত মেয়র শেলি ওবেরয় অভিযোগ করেছেন, গেরুয়া শিবিরের কাউন্সিলররা তাঁকে আক্রমণের চেষ্টা করেন। বিজেপি প্রার্থী রেখা গুপ্তা পোর্ডিয়াম ভেঙে ফেলেন। এবং কাউন্সিলর অমিত লাগপাল পেপার বুকলেট ছিঁড়ে ফেলেন। দু’পক্ষের অশান্তি বড় আকার নেওয়ার আশঙ্কায় মেয়র শেলি ওবেরয়কে রাতে পুরসভা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

Latest article