২১ বছর পর ধর্ষণ মামলায় জেলে গেলেন বিজেপির প্রাক্তন বিধায়ক

এমন গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তিনি এতদিন জেলের বাইরে কাটালেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

Must read

প্রতিবেদন : ধর্ষণের অভিযোগে বিজেপির এক প্রাক্তন বিধায়ককে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০০২ সালে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজস্থানের বিজেপি নেতা ভনওয়ারলাল রাজপুরোহিতের বিরুদ্ধে। দীর্ঘ ২১ বছর মামলা চলার পর শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হলেন বিজেপি নেতা। বুধবার নাগৌরের এক আদালত ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বছর ৮৬র ওই প্রাক্তন বিজেপি বিধায়ককে। একইসঙ্গে ভনওয়ারলালকে এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার অর্থ নির্যাতিতাকে দেওয়া হবে।

আরও পড়ুন-মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষা নির্বিঘ্নে

এমন গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তিনি এতদিন জেলের বাইরে কাটালেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। নির্যাতিতার অভিযোগ, ২০০২ সালে নিজের বাড়িতে ডেকে তাঁকে ধর্ষণ করেন ওই বিজেপি নেতা। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু বিজেপি নেতার চাপে গর্ভপাত করাতে বাধ্য হন তিনি। পরে তাঁকে ৫০০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেন বিজেপি নেতা ভনওয়ারলাল। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এমন গুরুতর অভিযোগ ওঠার পরেও ঘটনার পরের বছর ধর্ষণে অভিযুক্ত নেতাকে বিধানসভা নির্বাচনে টিকিট দেয় বিজেপি। ২০০৩ সালে জয়ী হন ভনওয়ারলাল। এরপর থেকেই আদালতে দীর্ঘদিন ধরে বিচার চলছিল এক সময়ের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। অবশেষে দোষী সাব্যস্ত হলেন তিনি। সাজা ঘোষণার সময়ে হুইলচেয়ারে করেই আদালতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক।

Latest article