বকেয়া ডিএ-র দাবিতে আগামী ১০ মার্চ রাজ্যজুড়ে (West Bengal) কর্মনাশা ধর্মঘটের (Strike) ডাক দিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে অবিলম্বে বকেয়া ডিএ-সহ একাধিক দাবি জানিয়ে প্রশাসনকে চিঠি দল যৌথমঞ্চ। চিঠিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের ৩৯ শতাংশ ডিএ বাকি থাকলেও রাজ্য সরকার মাত্র ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে। ফলে তাঁদের বাকি এখনও ৩৬ শতাংশ। এই অবস্থায় তাঁদের দাবিগুলি মেটাতে প্রাসঙ্গিক রুল অনুযায়ী সরকারের পক্ষ থেকে স্টেট নেগোসিয়েটিং বডি গঠন করে সমস্যা সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: নিখরচায় পরিষেবা দিতে নারাজ, ২ অ্যাম্বুল্যান্স চালককে শোকজ