প্রতিবেদন : ফের জট। শুক্রবার দিল্লি পুরসভার (Delhi Municipality) স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্য নির্বাচনের জন্য যে ভোট হয়, তাতে একটি ভোট বাতিল করা হচ্ছে বলে ঘোষণা করেছিলেন মেয়র শেলি ওবেরয় (Mayor Shelly Oberoi)। এরপরই শুরু হয় অশান্তি। ভোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির দুই কাউন্সিলর। তাঁদের দাবি, মেয়র নিয়ম বহির্ভূতভাবে ভোট বাতিল করেছেন। এরপর শনিবার দিল্লি হাইকোর্ট স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্যের নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছে। আদালত জানিয়েছে, বর্তমান আইনে মেয়রের স্থায়ী কমিটির নির্বাচন বাতিল এবং অকার্যকর ঘোষণা করার ক্ষমতা নেই। এদিকে দিল্লির প্রথম মহিলা মেয়র তথা আপ নেত্রী শেলি ওবেরয় (Mayor Shelly Oberoi) অভিযোগ করছেন, পুরসভায় তাঁকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল। কোনওরকমে পালিয়ে বেঁচেছেন তিনি।
আরও পড়ুন: রাজনৈতিক অবসরের প্রস্তুতি সোনিয়ার?