মধ্যপ্রদেশে বাসের পিছনে ট্রাকের ধাক্কা, নিহত ১৪

Must read

প্রতিবেদন : মধ্যপ্রদেশে (Madhya Pradesh Bus Accident) এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ জন। জখম হয়েছেন ৬০ জন। যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। শুক্রবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলার রেওয়া-সাতনা সড়কে। জানা গিয়েছে, ওই বাসের যাত্রীরা সকলেই কল মহাকুম্ভ অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পরপর তিনটি বাসকে ধাক্কা মারে। ধাক্কার প্রবল অভিঘাতে একটি বাস রাস্তার পাশের নয়নজুলিতে পড়ে যায়। দ্বিতীয় বাসটি ট্রাকের ধাক্কায় প্রায় চ্যাপ্টা হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ জন। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চলাকালীন আরও ছয়জনের মৃত্যু হয়। মধ্যপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ রাজোরা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ রেওয়া-সাতনা সড়কের পাশে তিনটি বাস দাঁড়িয়েছিল। ওই বাসের যাত্রীরা সকলেই কলকুম্ভ থেকে ফিরছিলেন। যাত্রীদের রাতের খাবার দেওয়ার জন্য বাসগুলি দাঁড়িয়ে ছিল। সে সময় একটি ট্রাক ওই তিনটি বাসকে পিছন থেকে ধাক্কা মারে।

আরও পড়ুন: ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনা: প্রাণ হারালেন বাংলার ৭

দুর্ঘটনার (Madhya Pradesh Bus Accident) খবর পেয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (CM Shivraj Singh Chouhan)। মুখ্যমন্ত্রী এদিন মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং দাবি করেছেন, মৃতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। কারণ কল মহাকুম্ভ অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব ছিল মধ্যপ্রদেশ সরকারের। তাই এই দুর্ঘটনার দায় সরকারকে নিতে হবে।

Latest article