সংবাদদাতা, জলপাইগুড়ি : মাঝে মাঝেই উত্তরবঙ্গের বিজেপি নেতারা বাংলাভাগের (Division of Bengal) জিগির তোলেন, সাধারণ মানুষকে ওসকান। দলের নেতা-মন্ত্রীদের এই দাবি নস্যাৎ করে আগেই বিবৃতি দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার ফের স্পষ্ট করলেন, তাঁরা বাংলাভাগের কথা কোনও সময় বলেননি। যাঁরা বলছেন, এই দায়িত্ব তাঁদের। বিজেপি এই বিষয়ে কোনও দায়িত্ব নেবে না। এদিন তাঁর এই মন্তব্য মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকেই মান্যতা দিল। তিনি আগেও বলেছিলেন, পাহাড়ের নেতারা ধান্দাবাজ, এবার ফের তিনি বাংলাভাগের বিপক্ষে বিবৃতি দিয়ে বাংলাভাগের যড়যন্ত্রকারীদের মধ্যে আড়াআড়ি ভাগ করে দিলেন। তাঁর কথায় বাংলাভাগ নিয়ে বিজেপি কোনও দিনই কিছু বলেনি, এমনকী এই বিষয়ে কোনও চিন্তাভাবনাও করেনি। দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথায় একটা বিষয় পরিষ্কার, বাংলাভাগ নিয়ে কিছু নেতা রাজনীতি করার চেষ্টা করছে। বিজেপি কোনও সময়েই চায় না বিভাজনের রাজনীতি। তবে রাজ্যের উন্নয়নের বিষয়ে যদি কেউ কিছু বলে থাকেন, সেটা তাঁদের দল সমর্থন করে। আলাদা রাজ্যের কথা তাঁর বলেননি, সমর্থনও করেন না। শনিবার ডুয়ার্সের বানারহাটে সাতসকালে চায়ে পে চর্চায় বসে এই কথা বললেন দিলীপ। সম্প্রতি বিধানসভায় বিষ্ণু শর্মা বাংলাভাগের প্রশ্নে সওয়াল করেছিলেন। তাকেই নস্যাৎ করে দিলেন দিলীপ।.
আরও পড়ুন: বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রাপক বেড়েছে ৩০ গুণ