ইয়োর অনার বা মাই লর্ড নয়, শুধুই স্যর বলুন

Must read

প্রতিবেদন : সবেমাত্র গুজরাত হাইকোর্টের (Gujarat High Court) প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন বিচারপতি সোনিয়া জে গোকানি (Sonia Gokani)। হাইকোর্টের প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ ছিল মাত্র ৯ দিন। কিন্তু স্বল্প মেয়াদের মধ্যেই বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে ব্রিটিশ আমলের প্রচীন প্রথা বাতিলের পরামর্শ দিলেন তিনি। শুক্রবার প্রধান বিচারপতি গোকানির (Sonia Gokani) নেতৃত্বাধীন বেঞ্চে একটি মামলার শুনানি চলছিল। শুনানি চলাকালীন এক আইনজীবী বিচারপতি সন্দীপ এন ভট্টকে মাই লর্ড বলে সম্বোধন করেন। সে সময় প্রধান বিচারপতি বলেন, বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে মাই লর্ড বা ইয়োর অনার বলার কোনও প্রয়োজন নেই। স্যর বললেই যথেষ্ট হবে। চার বছর আগে রাজস্থান হাইকোর্টও একটি নোটিশ জারি করে জানিয়েছিল, বিচারপতিদের মাই লর্ড বা ইয়োর অনার বলার প্রয়োজন নেই। পরিবর্তে স্যর বলে সম্বোধন করলেই হবে। এবার সেই একই সিদ্ধান্ত নিলেন গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি। এর আগে ২০১৪ সালে সুপ্রিম কোর্টেও বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি এইচ এল দাত্তুর বেঞ্চ এক মামলার শুনানিতে বলেছিল, বিচারপতিদের সম্মান জানানোটা অবশ্যই জরুরি। কিন্তু তার জন্য ইয়োর অনার বা মাই লর্ড বলাটা বাধ্যতামূলক নয়।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বাসের পিছনে ট্রাকের ধাক্কা, নিহত ১৪

Latest article