প্রতিবেদন : মুখ্যমন্ত্রিত্ব আগেই গিয়েছিল। কয়েকদিন আগে শিবসেনার দখল হারিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো কোণঠাসা উদ্ধব ঠাকরে। রাজ্যে গুরুত্ব হারালেও জাতীয় স্তরে এবার বিরোধী শক্তিকে একত্রিত করতে সক্রিয় হলেন উদ্ধব। শুক্রবার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং ওই দলের অন্যতম নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মানের সঙ্গে নিজের বাড়িতে বৈঠক করেন ঠাকরে। কেজরিওয়ালের (Arvind Kejriwal- Uddhav Thackeray) মাতুশ্রীতে হাজির হওয়া রাজনৈতিক মহলের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। শুক্রবার উদ্ধবের বাড়িতে ওই বৈঠকে উপস্থিত ছিলেন আপ সাংসদ রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং। বৈঠকের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরে ট্যুইট করেন, অরবিন্দজি স্বাগত। আগামী দিনে কীভাবে দেশকে শক্তিশালী করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।
কেজরিওয়ালের (Arvind Kejriwal- Uddhav Thackeray) গলাতেও শোনা গিয়েছে উদ্ধবের প্রশংসা। তিনি বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলার অনেক কিছুই আমরা উদ্ধবের কাছ থেকে শিখেছি। বর্তমানে দেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। কর্মসংস্থান হচ্ছে না। যুব সম্প্রদায় চাকরি না পেয়ে হতাশায় ভুগছে। ক্রমাগত মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ নাজেহাল। মোদি সরকারের এই জনবিরোধী নীতির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে বিরোধীদের একজোট হতে হবে।