ওড়িশায় গাড়ি দুর্ঘটনা, বাংলার সাত শ্রমিক হত, পাশে মুখ্যমন্ত্রী

নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের। বাকিরা একই গ্রামের।

Must read

প্রতিবেদন : ওড়িশার জাজপুর জেলার ধর্মশালায় ১৬ নম্বর জাতীয় সড়কে ট্রাক দুর্ঘটনায় এ রাজ্যের উত্তর ২৪ পরগনার বসিরহাট-২ ব্লকের নেহালপুর গ্রামের সাত দিনমজুরের মৃত্যু হয়েছে, শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ। খবর পেয়েই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব দিয়েছেন, ওড়িশা সরকার ও সংশ্লিষ্ট পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহগুলি ওখান থেকে নিয়ে আসা এবং তার সৎকারের ব্যবস্থা করার।

আরও পড়ুন-বিজেপি-বিরোধী ঐক্য নিয়ে আলোচনায় উদ্ধব-কেজরি

নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের। বাকিরা একই গ্রামের। মৃতেরা হলেন সুরজ মণ্ডল (৪৪), মহঃ আমিরুল আলি সর্দার (২৬), করিম সর্দার (২৬), মহঃ আমজাদ আলি সর্দার (২৬),মহঃ আরিফ সর্দার (২৭),জাহাঙ্গির সর্দার (৩২) ও মোয়াজ্জেম সর্দার (৩২)। রাজ্য পরিবহনের দক্ষিণবঙ্গের সচিব এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাটের তৃণমূল নেতা কাজী মাহমুদ হাসান, মিহির ঘোষ প্রমুখ সমবেদনা জানাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন।

Latest article