প্রতিবেদন : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হবে বিজেপি। সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দাবি তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের। তিনি বলেন, মহারাষ্ট্র, বিহার, পশ্চিবঙ্গের মতো রাজ্যগুলিতে ব্যাপক আসনসংখ্যা হারাবে গেরুয়া ব্রিগেড। শিলং থেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতার সমালোচনা করে বলেন, ভারতীয় জীবনবিমা নিগম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সাধারণ মানুষের টাকার ভবিষ্যৎ নিয়ে একটি বাক্যও খরচ করছে না কেন্দ্র।
আরও পড়ুন-নিশীথের সফরে অশান্ত দিনহাটা, ভাঙচুর তৃণমূল অফিসে
এলআইসি ভেঙে পড়েছে। সেটাই সবচেয়ে বড় খবর এই মুহূর্তে। বিরোধী ঐক্য নিয়ে প্রশ্নের জবাবে ডেরেক বলেন, সবার উদ্বেগ বিরোধী ঐক্য নিয়ে! ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে থেকেই ঐক্যবদ্ধ বিরোধীরা। মহারাষ্ট্রে দুই অঙ্কের আসনসংখ্যা হারাবে বিজেপি, বিহারে বিরোধীদের লড়াইয়ে দুই অঙ্কের নিচে নামবে বিজেপির আসন। কংগ্রেসের ভূমিকা সম্পর্কে তৃণমূলের রাজ্যসভার নেতা বলেন, গত ৪৫টি বিধানসভা নির্বাচনের ৪০টিতে পরাজিত হয়েছে কংগ্রেস। বাংলায় তারা বামেদের সঙ্গে জোট গড়ে লড়াই করেছিল। ফল কী হয়েছে সবার জানা।