সংবাদদাতা, দুর্গাপুর : তরুণ বাঙালি বিজ্ঞানীর আবিষ্কার গর্বিত করল বাংলা তথা সারা দেশকে। দুর্গাপুরের বেনাচিতি এলাকার অর্ণব চক্রবর্তী সম্প্রতি ‘স্লিঙ্গার অ্যাটোমাইজার’ প্রযুক্তি নিয়ে গবেষণা করে পুরস্কৃত হয়েছেন। তামিলনাড়ুর মাদ্রাজ আইআইটি-র মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শ্রীকৃষ্ণ সাহুর সঙ্গে যৌথভাবে গবেষণা করে অর্ণব এই পুরস্কার লাভ করেছেন। এই আবিষ্কার ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্ষেত্রে সাড়া ফেলেছে।
আরও পড়ুন-রেটিনা স্ক্যানের পরেই রেশন
ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস-এর পক্ষ থেকে স্লিঙ্গার অ্যাটোমাইজার প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই গবেষণা দেশের সুরক্ষাব্যবস্থা ছাড়াও গ্যাস টার্বাইন, রাসায়নিক প্রক্রিয়াকরণ, ওষুধশিল্প, কৃষিক্ষেত্র-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্রে জানা গিয়েছে। অর্ণব জানালেন, ছোট গ্যাস টার্বাইন, চালকহীন যানবাহন, ড্রোন, ক্ষেপণাস্ত্র বা মিসাইল ইঞ্জিনে এটি স্থাপন করলে অবিশ্বাস্যরকম সাফল্য পাওয়া সম্ভব। উন্নত অপটিক্যাল প্রযুক্তির প্রয়োগে মৌলের দাহিকাশক্তি ও বিকিরণ ক্ষমতাকে নিয়ন্ত্রণের মাধ্যমে বিশেষত কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগ, গ্যাস টার্বাইন ইত্যাদির ক্ষেত্রে নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত গতিবেগ অনুযায়ী এই প্রযুক্তি খুবই কার্যকর ভূমিকা নেবে। সাড়ে তিন বছর গবেষণার ফসল এই উদ্ভাবন, জানান অর্ণব। ডিআরডিও ও প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত প্রকল্পের আর্থিক সহায়তায় এই গবেষণায় সাফল্য এসেছে।