বক্স বাজিয়ে দলীয় কর্মসূচি বন্ধ করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা

মাধ্যমিক পরীক্ষার সময় প্রকাশ্যে মাইক বাজানো নিষিদ্ধ। তা সত্ত্বেও তারস্বরে বক্স বাজিয়ে চলছিল ‘দিদির সুরক্ষা কবচ কর্মসূচি’।

Must read

সংবাদদাতা, কাটোয়া : মাধ্যমিক পরীক্ষার সময় প্রকাশ্যে মাইক বাজানো নিষিদ্ধ। তা সত্ত্বেও তারস্বরে বক্স বাজিয়ে চলছিল ‘দিদির সুরক্ষা কবচ কর্মসূচি’। সেখানে হাজির হয়ে বক্স বাজানো বন্ধ করে দিলেন মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। উদ্যোক্তাদের তীব্র ভর্ৎসনাও করলেন। রবিবার দুপুরে মন্তেশ্বর গ্রামের ঘটনা।

আরও পড়ুন-বেনাচিতির বাঙালি বিজ্ঞানীর বড় আন্তর্জাতিক সাফল্য

মন্ত্রীর এহেন তৎপরতায় খুশি শিক্ষক-শিক্ষিকা, পরীক্ষার্থী ও অভিভাবকেরা। মন্ত্রীর সাফ কথা, শাসক দলে থেকে আইনভঙ্গ করা অপরাধ। তাই কর্মসূচিতে বক্স বাজানো বন্ধ করেছি। ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন উদ্যোক্তা স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। মন্তেশ্বরের মাইচপাড়ার চামুণ্ডার মন্দিরে পুজো দিয়ে এদিন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হয়। কামারশাল মোড়ে যোগ দেন মন্ত্রী। বন্ধ করেন বক্স বাজানো। বললেন, ‘‘পরীক্ষাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’’ বিধায়ককে কাছে পেয়ে রাস্তা নির্মাণ, মন্তেশ্বরে খড়ি নদীর ধারে শ্মশানের রাস্তা ও ঘর মেরামত করে শ্মশান চালু করার আবেদন জানালেন বাসিন্দারা। মন্ত্রী আশ্বাস দেন। মন্ত্রী পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বৈঠক করে সরকারি প্রকল্প, উন্নয়ন ও পরিষেবার কাজকর্ম খতিয়ে দেখেন। হাসপাতাল পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন বিডিও গোবিন্দ দাস।

Latest article