সংবাদদাতা, হাওড়া : চলন্ত ট্রেনের মধ্যে ১৩ বছরের নাবালিকা মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগে কারাদণ্ড হল তিনজন সেনা জওয়ানের। এর মধ্যে ২ জনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের জেলের সাজা হয়েছে। সোমবার হাওড়া আদালতের পসকো কোর্টের বিশেষ বিচারক সৌরভ ভট্টাচার্য। সাজাপ্রাপ্ত সেনা জওয়ানরা হল বালকরাম যাদব, পঙ্কজ কুমার ও মঞ্জরী ত্রিপাঠী। এদের মধ্যে বালকরাম যাদব ও পঙ্কজ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা ও মঞ্জরীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।
আরও পড়ুন-অ্যাডিনো ভাইরাস নয় মৃত্যু নিউমোনিয়ায়
অনাদায়ে প্রথম ২ জনকে অতিরিক্ত ২ বছর ও অপর জনকে ১ বছর অতিরিক্ত জেলের আদেশ দিয়েছেন বিচারক। জানা গেছে, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর হাওড়া-অমৃতসর এক্সপ্রেসের সেনা জওয়ানদের সংরক্ষিত কামরায় ১৩ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করে ওই তিন পাষণ্ড। তাদের মধ্যে দু’জন বিএসএফ জওয়ান ও অপরজন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। নির্যাতিতা নাবালিকাকে দেওঘরের কাছে মধুপুর স্টেশনে উদ্ধার করে সেখানকার জিআরপি। তখনই অভিযুক্ত এক সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়। বাকি দু’জনকে কয়েকদিন পরে সেনাবাহিনীর গুয়াহাটি রেজিমেন্ট থেকে গ্রেফতার করা হয়। এরপর তার ডাক্তারি পরীক্ষা হয়। জিআরপি মেয়েটিকে হাওড়ায় তার বাড়িতে ফিরিয়ে দিতে অভিযোগ দায়ের করেছিল।