সংবাদদাতা, ঝাড়গ্রাম : হাতির হামলায় আহত লোধা শবর বালিকাকে মন্ত্রী বীরবাহা হাঁসদার চেষ্টায় দ্রুত ভর্তি করা হল ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে গত তিনদিনে পরপর হাতির হামলায় মৃত্যু হয়েছে একজন পুরুষ ও এক মহিলার। আহত হয়েছে ওই ৬ বছরের শবর বালিকা। শুক্রবার খড়গপুর বন বিভাগের খেমাশুলির জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হয় ভুড়ুরচটি গ্রামের বাসিন্দা অরুণ মল্লিক (৩৭) নামে এক লোধা যুবকের।
আরও পড়ুন-শিশুদের মাঝে শিক্ষিকার ভূমিকায় সাংসদ
শনিবার ঝাড়গ্রাম জেলার কেশররেখা রেঞ্জের বালিমুন্ডি এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয় পরমানন্দপুরের বাসিন্দা ধানি হেমব্রম নামে এক মহিলার। রবিবার লালগড় ফরেস্ট রেঞ্জের তাড়কি গ্রামে হাতির আক্রমণে আহত হয় সোমবারি শবর (৬) নামে দরিদ্র লোধা শবর পরিবারের এক বালিকা। আহত সোমবারির খবর জানতে পেরে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার সহযোগিতায় প্রথমে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আশঙ্কাজনক হলে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবারি তাঁর মা-বাবার সঙ্গে ঘরে রবিবার রাতে শুয়ে ছিল। আচমকা পাশের জঙ্গল থেকে কয়েকটি হাতি তাড়কি গ্রামে ঢুকে পড়ে।
আরও পড়ুন-নাবালিকাকে ধর্ষণের দায়ে জেল ৩ জওয়ানের
একটি দাঁতাল হাতি সোমবারিদের মাটির ঘরের দরজা শুঁড় দিয়ে ঠেলে খুলে দেয়। বাকিরা পালিয়ে বাঁচলেও ঘুমন্ত সোমবারিকে শুঁড়ে ধরে ছুড়ে দেয়। তার আগেই হাতিদের গ্রামে ঢোকার খবর পেয়ে স্থানীয় তৃণমূল যুবনেতা সুদীপ্ত মাহাত-সহ গ্রামবাসীরা ছুটে আসেন। ঘটনাস্থল থেকে হাতির পালকে তাড়ানো হয়। এদিকে মন্ত্রী বীরবাহা হাঁসদা খবর পেয়ে দ্রুত গাড়ির ব্যবস্থা করে দেন। আহত বালিকাকে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এনে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে পরে ঝাড়গ্রাম নিয়ে যাওয়া হয়। লালগড় ফরেস্ট রেঞ্জের তাড়কি, রাঙ্গামেটে, করমশোল ইত্যাদি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এখন দলমার প্রায় ৪০টি হাতির পাল। রাতে লোকালয়ে ঢুকে হামলা করলেও দিনে থাকছে করমশোলের ঘন জঙ্গলে।