প্রতিবেদন : আবগারি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয় তাঁকে। আদালত এদিন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। সোমবার কড়া নিরাপত্তায় দিল্লির উপমুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় । সেখানে বিচারপতি এম কে নাগপাল তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন-দাউদের খোঁজে দুবাইয়ে এনআইএ
এদিন সিবিআই আদালতকে জানায়, সিসোদিয়া তাদের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন না। এমনকী, তিনি বেশ কিছু প্রশ্নের উত্তরও এড়িয়ে গিয়েছেন। প্রসঙ্গত, টানা ৮ ঘণ্টা জেরার পর আবগারি দুর্নীতিকাণ্ডে রবিবার গ্রেফতার করা হয়েছিল সিসোদিয়াকে। সিবিআইয়ের দাবি, আবগারি নীতির প্রথম খসড়ার অন্তত ৬টি বিষয়ের ব্যাখ্যা তিনি দিতে পারেননি সিসোদিয়া। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, বিজেপি নেতাদের চাপেই সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই।