মাধ্যমিক পরীক্ষা ২০২৩ (Madhyamik Exam) চলছে। মঙ্গলবার, নবান্ন (Nabanna) যাওয়ার পথে হঠাৎ ভবানীপুর গার্লস স্কুলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরীক্ষার্থীরা তখন বইয়ের পাতায় চোখ বোলাতে ব্যস্ত। তাদের শুভেচ্ছা জানাতে সেখানে যান মুখ্যমন্ত্রী। ভীতি কাটাতে আশ্বাস দেন তাদের। আবহাওয়া বদলের সময় এখন। তাই ঘরে ঘরে অসুস্থতা লেগেই রয়েছে। এদিন সকলকে সাবধানে থাকার কথাও বলেন তিনি।
আরও পড়ুন-হ্যাক হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট
পরীক্ষার্থীদের শুভকামনা জানানোর পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। এর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান মমতা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসা পড়ুয়াদের সাহস জোগান। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত ছাত্রীরাও।