প্রতিবেদন : সুপ্রিম কোর্টে ফের বড়সড় ধাক্কা খেল বিজেপি। গেরুয়া দলের নেতা অশ্বিনী উপাধ্যায় বিভিন্ন শহর এবং ঐতিহাসিক স্থানের নাম বদল করতে একটি কমিশন গঠনের আবেদন জানিয়েছিলেন সর্বোচ্চ আদালতে। উপাধ্যায়ের ওই আবেদনটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। ওই মামলার শুনানিতে সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, অযথা অতীতকে খুঁড়বেন না। অকারণে দেশে উত্তেজনা ছড়াবেন না। এমন কোনও কাজ করবেন না যা বৈষম্য তৈরি করতে পারে।
আরও পড়ুন-হাত বাড়ালেই হোমিওপ্যাথি
বিজেপি নেতা অশ্বিনী তাঁর আবেদনে বলেছিলেন, দেশের বিভিন্ন শহর ও ঐতিহাসিক স্থানের নামকরণ আক্রমণকারীদের নামেই রয়ে গিয়েছে। তাই ওই সমস্ত নাম বদল করা হোক। খুঁজে বের করা হোক ওই সমস্ত শহর ও ঐতিহাসিক স্থানের প্রকৃত নাম। দেশ কখনও ইতিহাসের দাস হয়ে থাকতে পারে না। এই কাজের জন্য একটি বিশেষ কমিটি গঠনের আবেদন জানিয়েছিলেন ওই বিজেপি নেতা। শীর্ষ আদালতের বিচারপতি কে এম জোসেফ এবং বি ভি নাগারত্নের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সোমবারের ওই শুনানিতে এই মামলার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলে দুই বিচারপতির বেঞ্চ।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যাক এবং ১৪ ঘণ্টা পর উদ্ধার
বেঞ্চ স্পষ্ট জানায়, ভারত এক ধর্মনিরপেক্ষ দেশ। এখানে শুধু হিন্দু ধর্মই থাকবে এমনটা নয়। হিন্দু শুধু একটা ধর্ম নয়, এটা একটা চলমান জীবনধারা। এরপরই বিজেপি নেতাকে লক্ষ্য করে বেঞ্চ স্পষ্ট বলে, এমন কোনও কাজ করবেন না যা দেশের উত্তেজনা ছড়ায় ও অশান্তি তৈরি করে। অযথা অতীত খুঁড়বেন না। দেশের ইতিহাস কখনওই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যেন ভয় না ধরায়। দেশে বৈষম্য তৈরি হতে পারে এমন কোনও কাজ করবেন না।