প্রতিবেদন : গ্রিসে দুটি ট্রেনের (Greece train crash) মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩৭ জনের। আহতের সংখ্যা শতাধিক। মঙ্গলবার মাঝরাতে টেম্পে শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রবল অভিহাতে যাত্রিবাহী ট্রেনের তিনটি বগিতে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয় দুটি ট্রেনই।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাত্রিবাহী ট্রেনটি গ্রিসের অ্যাথেন্স থেকে উত্তরের শহর থেসালোনিকি যাচ্ছিল। ওই ট্রেনে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। অন্যদিকে মালগাড়িটি লারিসা শহর থেকে মধ্য গ্রিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। টেম্পে শহরের কাছে এই দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। রেলকর্মীরা জানিয়েছেন, ওই যাত্রিবাহী ট্রেনের যে তিনটি বগিতে আগুন ধরে গিয়েছিল তার বেশ কয়েকজন যাত্রী ঝলসে মারা গিয়েছেন।
আরও পড়ুন: চিন থেকেই ছড়ায় করোনা
মিনেনিস নামে ওই অভিশপ্ত ট্রেনের এক যাত্রী জানিয়েছেন, মাঝরাতে তাঁরা প্রায় সকলেই ঘুমোচ্ছিলেন। হঠাৎই একটা প্রবল ঝাঁকুনি ও তীব্র আওয়াজ। মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে। গোটা ট্রেন অন্ধকার হয়ে যায়। তাঁদের পরের কামরাটাই লাইন থেকে ছিটকে পড়ে। ধরে যায় আগুন। বেশিরভাগ যাত্রী তখন প্রবল চিৎকার করছেন। মাঝরাতেই শুরু হয় উদ্ধারকাজ। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ আরও দ্রুত হয়েছে। ট্রেনের কয়েকটি বগি একেবারে দুমড়ে যাওয়ায় ভেতরে কেউ আছেন কিনা তা জানতে গ্যাস কাটার দিয়ে বগিগুলি কাটা হয়। এক উদ্ধারকারী জানিয়েছেন, ট্রেনের (Greece train crash) প্রায় ২৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অনেকেই গুরুতর জখম হয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকটি কামরার অবস্থা অত্যন্ত ভয়াবহ।