চিন থেকেই ছড়ায় করোনা

দাবি এফবিআইয়ের

Must read

প্রতিবেদন : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই যে কথা বলে আসছিলেন, ঠিক সেই কথাই বলল সেদেশের গোয়েন্দা সংস্থা এফবিআই (Covid- FBI)। গোয়েন্দা সংস্থাটি সাফ জানিয়েছে, করোনা ভাইরাসের উৎসস্থল হল চিনের ইউহানের গবেষণাগার। এফবিআই-এর ডিরেক্টর ক্রিস্টোফার রে জানিয়েছেন, তাঁরা অনেকটাই নিশ্চিত যে, চিনের (China) ইউহানের গবেষণাগার থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই সত্যকে ভুল প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে বেজিং। বিষয়টি আড়াল করতে চাইছে তারা, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্রিস্টোফার স্পষ্ট বলেছেন, ইউহানের গবেষণাগার থেকে দুর্ঘটনাবশত ওই ভাইরাস ছড়িয়ে পড়ে। এর আগে নরওয়ে ও ব্রিটেনের বিজ্ঞানীরাও একই দাবি করেছিলেন। প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম থেকেই এই ভাইরাসকে চিনা ভাইরাস বলে উল্লেখ করেছিলেন। এবার সেই দাবি শোনা গেল মার্কিন গোয়েন্দা সংস্থার (Covid- FBI) মুখে। উল্লেখ্য, ২০১৯-এর শেষ দিকে ইউহানেই প্রথম এই ভাইরাসের হদিশ মিলেছিল। তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা বিশ্ব এক ভয়ঙ্কর মহামারীর মুখোমুখি হয়। প্রাক্তন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও অভিযোগ করেছিলেন, চিনের লাল ফৌজ ইউহানের ওই গবেষণাগারের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: নিশীথের কনভয়ে অস্ত্র-সহ দুষ্কৃতী, ভিডিও ফাঁস

Latest article