প্রতিবেদন : কার্বন-দূষণ কমাতে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষ সৌরশক্তি ব্যবহার করবে। বিকল্প শক্তির ব্যবহার নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা করছিল তারা। আপাতত ঠিক হয়েছে মেট্রো রেলের বিভিন্ন কেন্দ্রে ছাদে সোলার প্যানেল বসানো হচ্ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সল্টলেক লাইনকে ‘গ্রিন লাইন’ বলা হয়। কলকাতার সঙ্গে সল্টলেকের সংযোগ রক্ষায় এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। সৌরশক্তির পুরো ব্যাপারটি নিয়ন্ত্রিত হবে সল্টলেক সেন্ট্রাল পার্ক ডিপো থেকে।
আরও পড়ুন-অমর্ত্যের আধার কার্ড মুহূর্তে ভাইরাল
ওয়ার্কশপের ১৬ হাজার বর্গমিটার জুড়ে এবং সেন্ট্রাল পার্ক ডিপোয় ৩১৭৩ বর্গমিটার জুড়ে বসেছে সৌরশক্তিচালিত প্ল্যান্ট। এ থেকে ১.২৪ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। এতে বছরে সাশ্রয় হবে ৪৮ লক্ষ টাকা। জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সল্টলেক সেক্ট্রর ফাইভ ও সেন্ট্রাল পার্ক স্টেশনের ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে, তাতে ০.২৮ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। এতেই বাঁচবে ১৪.৫০ লক্ষ টাকা।