সপ্তাহে পাঁচদিন খোলা থাকবে ব্যাঙ্ক, ব্যাঙ্ক পরিষেবার সময় বাড়তে চলেছে

এই সময়সীমা বাড়ানো হল ফলে ব্যাঙ্কের কাজ সেই পুরনো নিয়মেই ফিরে যাচ্ছে। অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক

Must read

প্রতিবেদন : ব্যাঙ্ক পরিষেবার সময় বাড়ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অনুমতি মিললেই ব্যাঙ্কের কাজ শুরু হবে সকাল ৯.৫০ মিনিটে। ব্যাঙ্ক বন্ধ হবে পাঁচটার পরিবর্তে সাড়ে পাঁচটায়। গ্রাহকরা আর্থিক লেনদেন করতে পারবেন বিকেল চারটে পর্যন্ত। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে আর্থিক লেনদেন না মিললেও গ্রাহকরা অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা পাবেন।

আরও পড়ুন-মেট্রোয় সৌরশক্তি বাঁচবে ৬২ লাখ টাকা

এই সময়সীমা বাড়ানো হল ফলে ব্যাঙ্কের কাজ সেই পুরনো নিয়মেই ফিরে যাচ্ছে। অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্মচারীদের এই দাবি মেনে নিতে চলেছে অর্থমন্ত্রক। কিন্তু এই ব্যবস্থায় গ্রাহকরাই সংকটে পড়বেন। কারণ সপ্তাহে পাঁচদিন পরিষেবা মিলবে। এই সিদ্ধান্ত নিতে হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন ডিপার্টমেন্টাল অফ ফিনানসিয়াল সার্ভিসেসের অনুমোদনের প্রয়োজন। মুম্বইয়ে ব্যাঙ্কারদের সঙ্গে ইউনিয়নের বৈঠকের পর ঠিক হয়েছে ওই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হবে। এতদিন মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকত। এর ফলে বহু মানুষ ওই দিন ব্যাঙ্কের কাজ সারতেন। কিন্তু এবার পাঁচদিন পরিষেবা মিললে ব্যাঙ্কের কাজ করার জন্য ছুটির প্রয়োজন হবে। স্বভাবতই বলা যায় এই সিদ্ধান্তে গ্রাহকদের কোনও লাভ হবে না।

Latest article