প্রতিবেদন : দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ (Chief Election Commissioner) করতে বিশেষ প্যানেল গঠন করার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই এজেন্ডা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে তৃণমূল (TMC)। শীর্ষ আদালতের এদিনের সিদ্ধান্তের পর একটি ট্যুইট করেন নেত্রী (TMC Supremo Mamata Banerjee)। সেখানে তিনি লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের যুগান্তকারী আদেশে গণতন্ত্রের জয় হল! নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) নিয়োগের বিষয়ে সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দমনকারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে জনগণের ইচ্ছাই বিরাজমান!’ পরে নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, একমাত্র সুপ্রিম কোর্টই পারে এই দেশের গণতন্ত্রকে বাঁচাতে, গণতান্ত্রিক অধিকার ও দেশকে রক্ষা করতে। তাদের এই রায় মানুষের নৈতিক জয়। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এই একই ব্যবস্থার জন্য দাবি জানাচ্ছিল। বিচার ব্যবস্থা থেকে নির্বাচন কমিশন, সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠান কিছু রাজনৈতিক ব্যক্তির নিয়ন্ত্রণে থাকা উচিত কি না তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: মেঘালয় : বিজেপিকে হারাল তৃণমূল