নতুন প্রেসিডেন্ট ভ্যান

Must read

ভিয়েতনামের (Vietnam) নতুন প্রেসিডেন্ট (President) হলেন ভো ভ্যান থুং (Vo Van Thuong)। বৃহস্পতিবার সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে আইনপ্রণেতারা তাঁকে (Vo Van Thuong) প্রেসিডেন্ট নির্বাচিত করেন। প্রেসিডেন্ট পদটি ভিয়েতনামের শীর্ষ চারটি রাজনৈতিক পদের মধ্যে একটি। তবে পদটি মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা পালন করে। সরকারি সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপস্থিত ৪৮৮ জনের মধ্যে ৪৮৭ জন থুংয়ের পক্ষে ভোট দিয়েছেন। এমন এক সময়ে থুং ভিয়েতনামের প্রেসিডেন্ট হলেন, যখন সেদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে। দুর্নীতি দূরীকরণে কাজ চলছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ লড়াইয়ে বেশ কয়েকজন মন্ত্রীকেও বরখাস্ত করা হয়েছে। জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকেকে হঠাৎ অপসারণ করা হয়।

আরও পড়ুন: মেঘালয় : বিজেপিকে হারাল তৃণমূল

Latest article