মেয়েদের শিক্ষা বন্ধ করতে একাধিক নৃশংস কাজ চলছে ইরানে (Gas Attacks- Iran)। মেয়েদের পড়াশোনা আটকাতে এবার বিষাক্ত গ্যাস হামলার (Gas Attacks- Iran) অভিযোগ উঠল সেখানে। বুধবার রাজধানী তেহরান-সহ (Tehran) ইরানের একাধিক শহরে মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাস-হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় শতাধিক ছাত্রী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। যার মধ্যে কয়েকজনের অবস্থা উদ্বেগজনক। গত সপ্তাহেও ইরানের বিভিন্ন শহরে পড়াশুনা আটকাতে মেয়েদের বিষ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনায় শতাধিক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। জানা গিয়েছে, বুধবার ইরানের ১৫টিরও বেশি স্কুলে এই গ্যাস-হামলা চালিয়েছে মৌলবাদীরা। নারী-শিক্ষা আটকাতেই যে মৌলবাদীদের এই আক্রমণ, তা স্বীকার করে নিয়েছে ইরান সরকার।
আরও পড়ুন: নতুন প্রেসিডেন্ট ভ্যান