‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ফের আন্তর্জাতিক পুরস্কার রাজ্যের বার্লিনে ৮ মার্চ
মন্দ বালুকা
কুৎসার ঝড়ে, টর্নেডো বইছে
বাতাসের পাল্লায় দমকা হাওয়া,
উলঙ্গ ভাষার দিশাহীন দলেরা
স্বাধীন গণতন্ত্র শূন্য চাওয়া।
কথার দুঃশাসন, অপশাসনের মুখে
গর্বিত অহংকারে উচ্ছ্বসিত
ঔদ্ধত্বের মুরুব্বিপনার মাঝারে।
ধূল্যবলুণ্ঠিত-লঙ্ঘিত উল্লসিত।
তুমি মন্দার মন্দা বালুকা
শবরীর স্তব্ধ প্রতীক্ষা
ক্ষমতার দম্ভের আগ্নেয়গিরি
বিষবৃক্ষর শুভলগ্ন সমীক্ষা।