নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের একাধিক সতর্কবার্তার পরও বিরাট ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছে মোদি-শাহের রাজ্য গুজরাত। রাজ্য সরকারের বিপুল পরিমাণ ঋণের কারণে প্রতি গুজরাতবাসীর মাথায় ঋণের বোঝা এখন সাড়ে ৪৮ হাজার টাকা, যা গত বছর ছিল মাথাপিছু ৪৬ হাজার টাকা। অর্থাৎ মাত্র এক বছরে রাজ্যবাসীকে মাথাপিছু আড়াই হাজার টাকা অতিরিক্ত ঋণের বোঝা উপহার দিয়েছে মোদির রাজ্য।
আরও পড়ুন-দেশে বেকারত্ব বাড়ছে, এগিয়ে বিজেপি রাজ্যই, বাংলার পরিস্থিতি তুলনায় ভাল, বলছে রিপোর্ট
এসপ্তাহে বাজেট পেশ করেছে গুজরাত সরকার। সেখানেই রাজ্যের ঋণের অঙ্ক তুলে ধরেন অর্থমন্ত্রী কানুভাই দেশাই। গত মার্চে গুজরাত সরকারের ঋণের অঙ্ক ছিল ৩ লক্ষ ২০ হাজার কোটি টাকা। সেই ঋণের বোঝা এখন বেড়ে হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। গুজরাত সরকার ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়ছে বলে সতর্কবার্তা দিয়েছিল সিএজি। যদিও পরিস্থিতির উন্নতির বদলে ঋণের অঙ্ক বেড়েছে। সিএজির বক্তব্য, একদিকে গুজরাত সরকার ব্যাপকহারে খরচ করছে, অন্যদিকে রাজস্ব আয় বাড়াতে পারছে না।
আরও পড়ুন-ইসিতে নিয়োগ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যথাযথ
সিএজির পরামর্শ, রাজ্যকে আয় বাড়াতে হবে। তা না হলে সরকার আরও ঋণের জালে জড়িয়ে যাবে বলে সতর্কবার্তা সিএজির। গুজরাত সরকারের অর্থনৈতিক বিষয়ক প্রধান সচিব মনা কানাধর জানিয়েছেন, রাজ্য সরকারের অনুমান অনুযায়ী, আগামী বছর রাজ্যে ঋণের পরিমাণ বেড়ে হবে ৩ লক্ষ ৮১ হাজার কোটি টাকা। গত বছরের মার্চে সিএজির তরফে জানানো হয়, আগামী ৭ বছরের মধ্যে বকেয়া ঋণের ৬১ শতাংশ টাকা পরিশোধ করতে হবে গুজরাত সরকারকে।