আদানির সঙ্গে ব্লক চুক্তি

এই মেগা চুক্তি সংকটে জর্জরিত আদানিকে কিছুটা হলেও অক্সিজেন জোগাবে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে।

Must read

প্রতিবেদন : আদানি গোষ্ঠীর চারটি সংস্থার শেয়ারে ১৫৪৪৬ কোটি টাকার ব্লক চুক্তি করল জিকিউজি পার্টনার্স। এক লপ্তে কোনও সংস্থার ৫ লক্ষের বেশি শেয়ার বা মোট শেয়ার লেনদেনের মূল্য ৫ কোটি টাকার বেশি হলে সেক্ষেত্রে তাকে ব্লক ডিল বা চুক্তি বলা হয়। এই নতুন চুক্তির কারণে প্রচারের আলোয় এসেছেন জিকিউজি পার্টনার্সের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রাজীব জৈন।

আরও পড়ুন-ক্যাগের সতর্কবার্তা, ঋণের ফাঁদে জর্জরিত গুজরাত

অনেকেই বুঝে উঠতে পারছেন না, আদানি গোষ্ঠীর এই টালমাটাল পরিস্থিতিতে রাজীব জৈন কেন এত বড় মাপের চুক্তি করলেন। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি পরিস্থিতিতে এই চুক্তি করে আদানির পাশে দাঁড়ালেন রাজীব। এই মেগা চুক্তি সংকটে জর্জরিত আদানিকে কিছুটা হলেও অক্সিজেন জোগাবে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে। উল্লেখ্য, রাজীব দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে পোর্টফোলিও ম্যানেজার দায়িত্ব সামলেছেন।

Latest article