আমেরিকার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ চিন

Must read

প্রতিবেদন : এই মুহূর্তে কমিউনিস্ট চিন (China) হল আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুশৃঙ্খল শত্রু। এর আগে আমেরিকা কখনও এমন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়নি। চিন সম্পর্কে এই মন্তব্য করলেন আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী (Republican presidential candidate) নিক্কি হ্যালি (Nikki Haley)। একই সঙ্গে দেশের বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টিকে সমাজতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করেন তিনি।
কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ভাষণে দেওয়ার সময় ভারতীয় বংশোদ্ভূত হ্যালি (Nikki Haley) মূলত আমেরিকার বিদেশনীতি নিয়ে কথা বলেন। তিনি স্পষ্ট জানান, যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে এমন দেশগুলিকে কখনওই সাহায্য করা উচিত নয়৷ সেদেশের আকাশে গুপ্তচর বেলুনের ওড়ার ঘটনা উল্লেখ করে হ্যালি বলেন, এটা দেশের সুরক্ষার পক্ষে বিব্রতকর। তিনি তাঁর জীবনে কখনও ভাবেননি যে, আমেরিকার আকাশে উড়বে একটি চিনা গুপ্তচর বেলুন। এই মুহূর্তে চিন এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। করোনার সঙ্গেও চিনের নাম জড়িয়েছে।

আরও পড়ুন: করোনা টিকা স্পুটনিক ভি তৈরি করা বিজ্ঞানীকে খুন

Latest article