করোনা টিকা স্পুটনিক ভি তৈরি করা বিজ্ঞানীকে খুন

Must read

প্রতিবেদন : নিজের বাড়িতেই রহস্যজনক মৃত্যু হল করোনা টিকা স্পুটনিক ভি তৈরির অন্যতম সদস্য আন্দ্রে বটিকভের (Sputnik V- Andrey Botikov)। গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে বটিকভকে খুন করল এক আততায়ী। ইতিমধ্যেই এই রুশ বিজ্ঞানীর রহস্যমৃত্যুকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করেছে।
রুশ পুলিশ জানিয়েছে, বছর ৪৭-এর এই বিজ্ঞানীকে শুক্রবার মস্কোয় তাঁর বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীরা ইতিমধ্যেই অভিযুক্ত অ্যালেক্সিকে গ্রেফতার করেছে। প্রশ্ন হল, কেন এই বিজ্ঞানীকে খুন করা হল? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে রয়েছে ব্যক্তিগত কোনও সমস্যা। ২৯ বছরের এক তরুণের সঙ্গে বটিকভের কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়েছিল। এক সময় ওই যুবক হঠাৎই বেল্ট দিয়ে শ্বাসরোধ করে বটিকভকে খুন করে। ঘটনার পরই গা ঢাকা দেয় ওই যুবক। তবে শেষ পর্যন্ত ওই খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বাইডেনের ক্যানসার

তবে বটিকভের (Sputnik V- Andrey Botikov) ওপর এমন হামলা প্রথম নয়। এর আগেও তাঁর বাড়িতে হামলা চালিয়েছিল আততায়ীরা। যদিও সেই সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। তদন্তকারী অফিসারদের জেরার মুখে নিজের দোষের কথা স্বীকার করে অ্যালেক্সি। পুলিশের খাতায় আগেই নাম ছিল অ্যালেক্সির। এর আগে যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তার। ১০ বছর জেলবন্দিও ছিল সে। তবে সে কেন বটিকভকে খুন করেছে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারে সিনিয়র রিসার্চার হিসেবে কর্মরত ছিলেন বটিকভ। স্পুটনিক ভি টিকা নির্মাণের যুক্ত ছিলেন ১৮ জন রুশ বিজ্ঞানী। যার মধ্যে অন্যতম বটিকভ। ২০২১ সালে তাঁকে পুরস্কৃত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বিজ্ঞানীর এমন অপমৃত্যুতে তাই শোকের ছায়া রাশিয়ায়।

Latest article