প্রতিবেদন : তামিলনাড়ুতে (Tamil Nadu) উত্তর ভারতীয় শ্রমিকদের উপর হামলা চলছে। অনলাইনে এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করার কারণে প্রশান্ত উমরাও (Prashant Umrao) নামে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল তামিলনাড়ু পুলিশ (Tamil Nadu Police)। একই কারণে দৈনিক ভাস্করের এক সম্পাদক-সহ দুই সাংবাদিকের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ওই সংবাদপত্রে খবরটি প্রকাশের পর বিহার ও ঝাড়খণ্ডে (Jharkhand) তামিলনাড়ুর শাসক দল ডিএমকের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয় বিজেপি। সংবাদের সত্যতা যাচাই করতে বিহার সরকার শনিবার তামিলনাড়ুতে একটি দল পাঠায়। ঝাড়খণ্ড সরকার একটি তথ্যানুসন্ধানী দল পাঠানোর কথা বলেছে। বিজেপি নেতা প্রশান্ত উমরাও (Prashant Umrao) ট্যুইট করেন, বিহারের ১২ জন কর্মীকে হিন্দি বলার জন্য তামিলনাড়ুতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের একটি ছবিও পোস্ট করেন তিনি। বিজেপি নেতার ওই ট্যুইট বার্তার সত্যতা যাচাই না করেই তা খবর করেন অভিযুক্ত দুই সাংবাদিক।
আরও পড়ুন: জামিন পেলেন না মণীশ সিসোদিয়া