জামিন পেলেন না মণীশ সিসোদিয়া

Must read

নয়াদিল্লি : আবগারি দুর্নীতিকাণ্ডে শনিবারও জামিন পেলেন না দিল্লির (Delhi) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। সিসোদিয়াকে আরও দু’দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠাল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। জামিনের আবেদন নিয়ে শুনানি হবে আগামী ১০ মার্চ।
পাঁচদিনের সিবিআই হেফাজত শেষে শনিবার আদালতে পেশ করা হয়েছিল কেজরিওয়াল ঘনিষ্ঠ আপ নেতাকে। সিবিআইয়ের অভিযোগ, আবগারি দুর্নীতির তদন্তে সহযোগিতা করছেন না মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। তাই আরও তিনদিনের জন্য তাঁকে হেফাজতে নেওয়ার দাবি তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর আদালত সিসোদিয়াকে আরও দু’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিকে আদালতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, প্রতিদিন গড়ে ৮-১০ ঘন্টা একই প্রশ্ন করে তাঁকে মানসিক নির্যাতন করছে সিবিআই। এর আগে আপ নেতা ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈনকেও দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়েছে। সিসোদিয়া ও সত্যেন্দ্র দু’জনেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সূত্রের খবর, সিবিআইয়ের পর এবার ইডিও সিসোদিয়ার রিমান্ডের দাবি করতে পারে।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে সত্য, বাড়ছে অসহিষ্ণুতা: সোশ্যাল মিডিয়া নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির

Latest article